বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় বঞ্চনার প্রতিবাদ

কলকাতা: শিক্ষা ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছে ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ শিশুরা৷ এই অভিযোগের ভিত্তিতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চলেছে রাজ্যের জেলা বিশেষ শিক্ষক সংগঠন৷ এবিষয়ে একাধিক অভিযোগ জানিয়ে জেলা আধিকারিকের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে৷ সংগঠনের মতে ভারতবর্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ শিশুদের সঙ্গে পড়াশোনার সুযোগ পেলেও তাদের শিক্ষা দানের জন্য

cd4bbcf2eb675730b9089fefcfd22bd1

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় বঞ্চনার প্রতিবাদ

কলকাতা: শিক্ষা ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছে ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ শিশুরা৷ এই অভিযোগের ভিত্তিতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চলেছে রাজ্যের জেলা বিশেষ শিক্ষক সংগঠন৷ এবিষয়ে একাধিক অভিযোগ জানিয়ে জেলা আধিকারিকের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে৷

সংগঠনের মতে ভারতবর্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ শিশুদের সঙ্গে পড়াশোনার সুযোগ পেলেও তাদের শিক্ষা দানের জন্য পচিমবঙ্গের স্কুল গুলোতে কোনো বিশেষ শিক্ষকের ব্যবস্থা নেই৷ এই শিশুদের শিক্ষা দানের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বিএড এবং ডিএড প্রশিক্ষক৷ নিয়ম অনুযায়ী প্রত্যেক স্কুলগুলিতে অন্তত ২ জন করে স্পেশাল এডুকেটর থাকা বাধ্যতা মূলক৷

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের শিক্ষা দানের জন্য বিশেষ শিক্ষক নিয়োগের ব্যাবস্থা চালু থাকলেও, পশ্চিমবঙ্গে এই ক্ষেত্রে কোনো নিয়োগ নীতি গ্রহণ করা হয়নি৷ ফলে এই রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা যথাযথ হচ্ছে না বলেই দাবি সংগঠনের৷ বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতরকে জানানোর পাশাপাশি আদালতে মামলাও করা হয়েছে৷

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় বঞ্চনার প্রতিবাদ

ডিএমকে দেওয়া ডেপুটেশনে বিশেষ শিক্ষক সংগঠনের দাবিগুলি, সমন্বিত শিক্ষার অধিকারে সাধারণ স্কুলগুলিতে বিশেষ শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ভাবে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে৷ স্থায়ী ভাবে প্রততিটি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলে অন্তত দুজন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে৷ মাস এডুকেশন সুবিধা ভুক্ত বিশেষ স্কুল গুলিতে যথাযথভাবে বিশেষ শিক্ষক নিয়োগের ব্যাবস্থা করতে হবে৷

বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর করতে হবে৷ আগামী ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখেই জেলা আধিকারিকের দফতরে ডেপুটেশন জমা দেবে জেলা বিশেষ শিক্ষক সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *