কলকাতা: গত কয়েক বছর ধরে কৃষক আত্মহত্যার ঘটনাবলি নিয়ে রাজনৈতিক বিতর্ক গোটা দেশেই এখন তুঙ্গে। আসন্ন লোকসভা ভোটের আগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে এব্যাপারে প্রায় সব বিরোধী দলই কাঠগড়ায় তুলে প্রতিদিনই তুলোধোনা করছে। এই ইস্যুতে সর্বভারতীয় স্তরে সিপিএম সহ বাম দলগুলির কৃষক সংগঠন ইতিমধ্যে বারবার রাস্তায়ও নেমেছে।
লং মার্চ সহ রাজধানীর বুকে বড় জমায়েত করেছে। তবে কৃষক আত্মহত্যার দায় কোনওভাবেই নরেন্দ্র মোদি সরকার নিজেদের ঘাড়ে নিতে চাইছে না। তবে কেবল মোদি সরকারই নয়, কৃষক আত্মহত্যা নিয়ে বাম শিবিরের একই অভিযোগ রয়েছে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধেও। তৃণমূল জমানায় বাংলায় এ পর্যন্ত ১৯২জন কৃষক ও খেতমজুর চাষের জন্য নেওয়া ধারের টাকা শোধ করতে এবং ন্যায্য দামে ফসল বেচতে না পারার কারণে আত্মঘাতী হয়েছে বলে সিপিএমের কৃষকসভা তথ্য-পরিসংখ্যান দিয়ে দাবি করছে। তবে গ্রামবাংলায় দলের নড়বড়ে জনসমর্থনের পালে হাওয়া ঘোরাতে কৃষক আত্মহত্যার বিষয়কে রাজ্যে লোকসভা ভোটের অন্যতম ইস্যু করতে চাইছে সিপিএম নেতৃত্ব। আর সেই লক্ষ্যে এবার আত্মঘাতী চাষি পরিবারের সদস্যদের কলকাতায় এনে জনসভা করার পরিকল্পনা করেছে কৃষকসভা।