কলকাতা: আগামী ৮ ফেব্রুয়ারি ব্রিডেগ প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক সমাবেশ করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে শুরু হওয়া দু’দিনের জাতীয় পরিষদের বৈঠকের মাঝে বঙ্গ নেতৃত্বকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। যেখানে হাজির ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ তাবড় নেতা-মন্ত্রীরা।
রথযাত্রা নিয়ে আগামী মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের সর্বোচ্চ আদালত। তার আগেই বাংলায় বিজেপির হয়ে সবচেয়ে বড় সমাবেশে প্রধানমন্ত্রীকে হাজির করানোর প্রাথমিক দিনক্ষণ চূড়ান্ত করে ফেললেন ৬ মুরলীধর সেন লেনের ম্যানেজাররা। যদিও অপর এক রাজ্য নেতার দাবি, ৮ ফেব্রুয়ারি এখনও চূড়ান্ত নয়। সেটা এগিয়ে ৬ তারিখও হতে পারে। তবে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে প্রাথমিকভাবে ৮ ফেব্রুয়ারি সময় দেওয়া হয়েছে। সূত্রের দাবি, ৩ ফেব্রুয়ারি ব্রিগেডে বামেদের সমাবেশের দু’দিনের মধ্যে প্রধানমন্ত্রীর জন্য সভা আয়োজন কার্যত অসম্ভব। পাশাপাশি ৭ ফেব্রুয়ারি সংসদে ভাষণ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। সেক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি কলকাতায় পা দেওয়ার কথা রয়েছে দেশের প্রশাসনিক প্রধানের।