বালুরঘাট: সারা রাজ্য থেকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শনিবার থেকে শুরু হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ৪৯তম বার্ষিক সাধারণ সভা৷ কেন্দ্র ও রাজ্য সরকারের ‘ভ্রান্ত’ শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলনের রূপরেখা তৈরি করাই এবারের সভার মূল উদ্দেশ্য৷ দুদিনের এই সভায় প্রথম শ্রেণি থেকে পাশফেল চালু, পে কমিশনে শিক্ষকদের সঙ্গে বঞ্চনা, শিক্ষকদের আবেদনের ভিত্তিতে বদলি, বৈজ্ঞানিক সিলেবাস, জাতীয় শিক্ষানীতি-২০১৯ এর খসড়া সহ শিক্ষা ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা হবে৷
শনিবার সকালে বালুরঘাট শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রার পর শহীদ বেদীতে মাল্যদান ও সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে এই সভার উদ্বোধন হয়৷ উদ্বোধন করেন বিশিষ্ট অধ্যাপক হিমাংশু কুমার সরকার ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মলয় চক্রবর্তী, প্রধান বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর মহীদাস ভট্টাচার্য, অভ্যর্থনা কমিটির সভাপতি কালিপদ সাহা , সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র, সভাপতি বিশ্বজিৎ পোদ্দার ও সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদিকা ও অভ্যর্থনা কমিটির সম্পাদিকা নমিতা মহন্ত প্রমুখ৷