কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার ওঠা-নামা চলবে। তবে তার মাত্রা খুব একটা বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। শীতের আমেজ থাকছে। আজ, সোমবার সিকিমের সঙ্গে দার্জিলিংয়ে পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাশ্মীরের উপর থাকা পশ্চিমী ঝঞ্ঝার একটা অংশ পূর্ব হিমালয় পর্যন্ত চলে এসেছে। সেই কারণে তুষারপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে। পাহাড়ে বৃষ্টিও হতে পারে। ঝঞ্ঝার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর৷
আবার ঝঞ্ঝা চলে যাওয়ার পর উত্তুরে হাওয়া জোরালো হয়ে তাপমাত্রা কিছুটা কমছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত চলে এলে পরিস্থিতি কিছুটা আলাদা হতো। তখন ঝঞ্ঝার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো। বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা নেমে যেত। কিন্তু এবার ঝঞ্ঝার গতিপ্রকৃতির জন্য শীতকালে এখনও বৃষ্টি হয়নি। সব ঝঞ্ঝা পশ্চিম হিমালয় ও সংলগ্ন এলাকা হয়ে সরে যাচ্ছে। বড় জোর ঝঞ্ঝার একটা অংশ পূর্ব হিমালয় পর্যন্ত বিস্তৃত হচ্ছে। যার প্রভাবে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত আগেও হয়েছে। ফের হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগের বারের মতো দার্জিলিং শহরের আশপাশে তুষারপাত হবে কি না সেব্যাপারে আবহাওয়াবিদরা নিশ্চিত নন। তবে তুষারপাত না হলেও সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।