এবার স্কুল পড়ুয়াদের ভাতা দেবে রাজ্য, আসছে গুচ্ছ সুবিধা!

এবার স্কুল পড়ুয়াদের ভাতা দেবে রাজ্য, আসছে গুচ্ছ সুবিধা!

efbd711df0fbb5b792744f4c0e1d886e

কলকাতা: স্কুল পাঠ্যে যুক্ত হচ্ছে খেলাধূলা৷ আগেই বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর৷ এবার পড়ুয়াদের খেলাধূলার উপর উৎসাহ বাড়াতে কৃতী খেলোয়াড়দের ভাতা দেওয়ার উদ্যোগ দিচ্ছে রাজ্য৷

জানা গিয়েছে, জেলা ও রাজ্যস্তরে প্রথম তিনে থাকা খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেওয়া হবে৷ ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিলে পড়ুয়াদের দেওয়া হবে জার্সি৷

এ নিয়ে শিক্ষাদপ্তরের পদস্থ কর্তারা খসড়া রিপোর্টও জমা দিয়েছেন৷ শীঘ্রই স্কুলে ক্রীড়ানীতি হিসেবে তা প্রকাশ করা হতে পারে বলে খবর৷ ক্রীড়ায় উৎসাহ বাড়াতে শহর ও শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় প্রতিভাবান খেলোয়াড় পড়ুয়াদের আর্থিক সহায়তা করা হলে আগামীদিনে আরও অনেক খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে বলে মনে করছে ক্রীড়া মহল৷

পড়ুয়া খেলোয়াড়দের উৎসাহ ভাতা দেওয়ার পাশাপাশি তাঁদের স্কুলে হাজিরার ক্ষেত্রে ছাড় ও নম্বরের শিথিলতা দেওয়ার বিষয়েও ভাবনা চিন্তা শুরু হচ্চে বলে খবর৷ স্কুলস্তর থেকে বেশি করে পড়ুয়ারা যাতে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে উৎসাহী হয়, তার জন্য প্রত্যেক প্রতিযোগীকে ক্রীড়া-পোশাক দেওয়ার কথাও ঠিক হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *