পর্ষদের নয়া নির্দেশে বিপাকে বহু শিক্ষক! তুঙ্গে ক্ষোভ!

মিলছে না বকেয়া৷ থমকে ২০১৬ থেকে নোশনাল এফেক্ট৷ যৎসামান্য গ্রেড-পে বৃদ্ধি হলেও রয়েছে বেতন বৈষম্য! এই নিয়ে কম ক্ষুব্ধ প্রথমিক শিক্ষকদের একাংশ৷ সেই প্রাথমিক শিক্ষায় যুক্ত হয়েছে পঞ্চম শ্রেণি৷ যুক্ত হচ্ছে ক্রীড়া ক্লাস৷ এবার সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে দুর্বল ও পিছিয়ে পড়া পড়ুয়াদের বিশেষ ক্লাস নেওয়ার নির্দেশ৷ প্রথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিকে দেওয়া  মধ্যশিক্ষা পর্ষদের দেওয়ার নির্দেশ ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষকদের একাংশ৷

কলকাতা: মিলছে না বকেয়া৷ থমকে ২০১৬ থেকে নোশনাল এফেক্ট৷ যৎসামান্য গ্রেড-পে বৃদ্ধি হলেও রয়েছে বেতন বৈষম্য! এই নিয়ে কম ক্ষুব্ধ প্রথমিক শিক্ষকদের একাংশ৷ সেই প্রাথমিক শিক্ষায় যুক্ত হয়েছে পঞ্চম শ্রেণি৷ যুক্ত হচ্ছে ক্রীড়া ক্লাস৷ এবার সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে দুর্বল ও পিছিয়ে পড়া পড়ুয়াদের বিশেষ ক্লাস নেওয়ার নির্দেশ৷ প্রথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিকে দেওয়া  মধ্যশিক্ষা পর্ষদের দেওয়ার নির্দেশ ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষকদের একাংশ৷

মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস নিতে হবে৷ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের মাঝের সময়েপিছিয়ে পড়া পড়ুয়াদের নিতে হবে ক্লাস৷ মূলত পঞ্চম থেকে দশম শ্রেণির পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই বিশেষ ক্লাস নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বিশেষ এই রেমেডিয়াল টিচিংয়ের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের উপর৷

রাজ্যের নয়া পাস-ফেল নীতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষায় অনুত্তীর্ণ বা পিছিয়ে পড়া পড়ুয়াদের বিশেষ ক্লাস নিতে হবে বলে আগেই জানানো হয়েছে৷ তাদের নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে বলেও জানানো হয়েছিল৷ এবার সেই নীতি অনুযায়ী দুর্বল পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস নেওয়ার কথা জানানো হয়েছে৷

পর্ষদ জানিয়েছে, তৃতীয় সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার পর ও ফল প্রকাশের আগের সময়ে এই ক্লাস করাতে হবে৷ ফলে পরীক্ষার মাঝের দু’তিন সপ্তাহে পড়ুয়াদের তৈরি করতে বলা হয়েছে৷
কিন্তু প্রশ্ন উঠছে, পরীক্ষা শেষ হওয়ার উত্তরপত্র মূল্যায়ন কখন করবেন শিক্ষকরা? কখনই আবার প্রতিদিনের ভিত্তিতে ক্লাস নেবেন? একই সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর কাজ থাকে৷ সেই কাজগুলি কীভাবে হবে? পড়ুয়াদের শিক্ষামুলক ভ্রমণের উদ্যোগই বা কী হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *