ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি, শুরু আবেদন

কমন এন্ট্রান্স টেস্ট (JENPAS-UG-2020)এর বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ ২০২০-২১ শিক্ষাবর্ষে একাধিক কোর্সের জন্য রাজ্যের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে ভর্তির এই এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০মে,২০২০(রবিবার)৷ তার আগে অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ জানুয়ারি ২০২০ থেকে, চলবে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত৷ অনলাইনে আবেদন সহ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে www.wbjeeb.nic.in/ www.wbjeeb.in ওয়েবসাইটে৷

কলকাতা: কমন এন্ট্রান্স টেস্ট (JENPAS-UG-2020)এর বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ ২০২০-২১ শিক্ষাবর্ষে একাধিক কোর্সের জন্য রাজ্যের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে ভর্তির এই এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০মে,২০২০(রবিবার)৷ তার আগে অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ জানুয়ারি ২০২০ থেকে, চলবে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত৷ অনলাইনে আবেদন সহ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে www.wbjeeb.nic.in/ www.wbjeeb.in ওয়েবসাইটে৷

যে কোর্সগুলির জন্য আবেদন করা যাবে সেগুলি হল-
 

১. বিএসসি নার্সিং (ব্যাচেলর অফ নার্সিং)
২.বিপিটি (ব্যচেলর অফ ফিজিওথেরাপি)
৩.বিএএসএলপি (ব্যচেলর অফ অডিওলজি অ্যান্ড স্পিচ    ল্যাঙ্গুয়েজ প্যাথলজি)
৪.বিএমএলটি (ব্যাচেলর অফ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান)
৫.বিএসসি.সিসিটি (বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি)
৬.বিএসসি.ওটিটি (বিএসসি ইন অপরেশন থিয়েটার
টেকনোলজি)

৭.বিএসসি.পিটি (বিএসসি ইন)
৮.বিএসসি.পিএ (বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট)
৯.বিএসসি ইলেক্ট্রো ফিজিওলজি (বিএসসি ইন ইলেক্ট্রো ফিজিওলজি)
১০.বিএসসি.আরআইএস (বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইম্যাজিং সায়েন্স)
১১.বিএসসি.ডায়ালিসিস (বিএসসি ইন ডায়ালিসিস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =