নতুন ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, দেখবেন কীভাবে?

কলকাতা: রাজ্যে ‘জনবিস্ফোরণে’র ইঙ্গিত দিয়ে প্রকাশিত হয়েছে নতুন ভোটার তালিকা৷ নতুন তালিকায় নাম তুললেন কমপক্ষে ১৭ লক্ষ ভোটার৷ খসড়া ভোটার তালিকায় ৬ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার ৫৯৫ জনের নাম ছিল৷ সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮৷ কিন্তুি, নতুন তালিকায় আপনার নাম আছে কি

নতুন ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, দেখবেন কীভাবে?

কলকাতা: রাজ্যে ‘জনবিস্ফোরণে’র ইঙ্গিত দিয়ে প্রকাশিত হয়েছে নতুন ভোটার তালিকা৷ নতুন তালিকায় নাম তুললেন কমপক্ষে ১৭ লক্ষ ভোটার৷ খসড়া ভোটার তালিকায় ৬ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার ৫৯৫ জনের নাম ছিল৷ সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮৷ কিন্তুি, নতুন তালিকায় আপনার  নাম আছে কি না, তা দেখবেন কীভাবে?

এর জন্য টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন ভোটাররা৷ টোল ফ্রি নম্বর হল ১৯৫০৷ এসএমএস করতে হবে ৫১৯৬৯ নম্বরে৷ তার আগে ডব্লুবি ইসি এবং এপিক নম্বর টাইপ করতে হবে৷ এসএমএসের মাধ্যমেই জানা যাবে ভোটার তালিকা নাম আছে কি না৷ www.ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে ভোটাররা জানতে পারবেন, ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত তথ্য৷ এছাড়াও ‘অনুভব অ্যাপ’ ডাউনলোড করেও তথ্য জানা যাবে৷ ভোটার কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা দেখে নেওয়া উচিত৷ যদি কারও নাম বাদ যায়, তাহলে নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 14 =