বাংলার শিক্ষায় বাজেট কমলেও দিনে দিনে বাড়ছে আনুসঙ্গিক খরচ!

বাংলার শিক্ষায় বাজেট কমলেও দিনে দিনে বাড়ছে আনুসঙ্গিক খরচ!

কলকাতা: শিক্ষার ক্ষেত্রে খরচ কমলেও দিনে দিনে খরচ বৃদ্ধি পাচ্ছে শিক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক ক্ষেত্রে৷ নজরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব৷

বাংলার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে, ২০১২-২০১৩ অর্থবর্ষে এই উৎসবের জন্য খরচের পরিমাণ বরাদ্দ ছিল মাত্র ১ লক্ষ টাকা৷ পরবর্তী বছরগুলিতে ওই খরচের পরিমাণ অল্প বিস্তর হেরফের হলেও সেটা এক লক্ষ টাকার গণ্ডি পের হয়নি৷ কিন্তু আশ্চর্যজনকভাবে ২০১৮ সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়ার জন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করহয়, তখন সেই বাজেট লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ কোটি ২১ লক্ষ টাকায় পৌঁছে যায় বলে সূত্রের খবর৷

পরিবর্তির শতাব্দী প্রাচীণ সমাবর্তন অনুষ্ঠানের ঐতিহাসিক স্থান বিশ্ববিদ্যালয়ের সেন্টিনারি হলও৷ ওই বছর থেকে সমাবর্তন অনুষ্ঠানের স্থান পরিবর্তিত হয়ে নজরুল মঞ্চে নিয়ে যাওয়া হয়৷ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালন সমিতির থেকে কার্যত কেড়ে নিয়েই একটি প্রসিদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের৷

এদিকে চলতি অর্থবর্ষে দৃষ্টান্তমুলক ভাবেই উচ্চ শিক্ষার ২৪টি বিভাগে খরচের পরিমাণ কমিয়ে ৩ কোটি সাড়ে ২৬ লক্ষ টাকা করা হয়েছে৷ যা বিগত বছরের তুলনায় আনুমানিক ৭৩ লক্ষ টাকা কম৷ এইরকম চলতে থাকলে রাজ্যের শিক্ষার হার বৃদ্ধি তো দূরের কথা, শিক্ষা ব্যতীত অন্যান্য বিষয়ে আড়ম্বর বাড়বে পড়ুয়াদের, এমনই মনে করছেন শিক্ষ মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =