কলকাতা: কর্পোরেশনের কমিউনিটি হলে আর ব্যবহার করা যাবে না থার্মোকলের থালা, বাটি। সম্প্রতি পরিবেশ বিভাগের তরফে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পরিবেশ বিভাগ একটি নির্দেশিকায় জানিয়েছে কর্পোরেশনের কমিউনিটি হলে কোনও অনুষ্ঠানে থার্মোকলের থালা, বাটি ব্যবহার করা যাবে না। কমিউনিটি হল বুক করার সময়েই জানিয়ে দেওয়া হবে সেই কথা। হলের দায়িত্বে থাকা কর্মীরাই নজরদারি চালাবেন।
পরিবেশ সংক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, শুধু পরিবেশ দূষণ নয়। ডেঙ্গুর মশা যাতে না জন্মাতে পারে সেই কথাও ভাবা হয়েছে। কারণ যাঁরা হল ভাড়া নেন অনেক সময় দেখা গেছে জানালার ধারে বা আশপাশে যেখানে সাফাই কর্মীদের খুব একটা নজর যায় না সেখানে থার্মোকলের থালা, গ্লাস, বাটি ফেলে দেন। সেখানে বৃষ্টির জল পড়ে জমতে থাকলে সেখান থেকেই ডেঙ্গুর মশা হয়। যদি কেউ নিয়ম না মানে সেক্ষেত্রে জরিমানা হবে। তবে জরিমানার পরিমাণ নির্দিষ্ট হয়নি এখনও।