ফের পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল, আটকে গেলেন নোবেলজয়ী

ফের পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল, আটকে গেলেন নোবেলজয়ী

09db23e38c17178e9c04ec8216ab23b0

কলকাতা: পড়ুয়াদের বিক্ষোভে ফের ধুন্ধুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে৷ রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ বিক্ষুব্ধ পড়ুয়াদের৷ নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ৷ স্লোগান৷ নজরুল মঞ্চের ভেতরে ও বাইরে প্রবল বিক্ষোভের জেরে মঞ্চে উঠতে বাঁধা পেয়েছেন রাজ্যপাল৷ গ্রিন রুমে রাজ্যপালকে বসিয়ে রাখা হয়৷ পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন উপাচার্য৷ 

এদিন পড়ুয়াদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রাজ্যপাল ‘বিজেপির দালাল’ তাই তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন মঞ্চে উঠতে দেবেন না৷ রাজ্যপাল কে ঘিরে আপত্তি থাকলেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন স্লোগান পড়ুয়াদের৷ 

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ডিলিট উপাধি দেওয়া হয়৷ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন উপাচার্য৷ দীর্ঘ অনুরোধের পর পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচি স্তব্ধ রাখান আর্জি জানান৷ তাতেও মানতে নারাজ পড়ুয়ারা৷ পড়ুয়াদের বিক্ষোভের জেরে ক্যাম্পাসের মধ্যে আটকে পড়েন অভিজিৎবাবু৷ উপাচার্যের আর্জিতে কিছু হলেও শান্ত হয় পরিস্থিতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *