উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে জরুরি ঘোষণা সংসদের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে জরুরি ঘোষণা সংসদের

কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা৷ তারপর শুরু হয়ে যাবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে জরুরি নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা সাংসদ৷

বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছে, যে পূর্ব নির্ধারিত ৬ মার্চ, ২০২০ তারিখের পরিবর্তে আগামী ৩ মার্চ ২০২০, মঙ্গলবার সংসদের আঞ্চলিক কার্যালয়, নির্দিষ্ট কতগুলি বিতরন কেন্দ্র থেকে ২০২০ সালের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, একাদশ শ্রেণি (২০১৯-২০২০) রেজিস্ট্রেশান সার্টিফিকেট ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র বিতরণ করা হবে৷

প্রত্যেক বিদ্যালয়ের প্রধানকে তাঁদের নিজ নিজ প্রতিনিধিদের মাধ্যমে আঞ্চলিক কার্যালয় থেকে তা সংগ্রহ কররার নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেশ কয়েক হাজার বৃদ্ধি পেয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =