পড়ুয়াদের বানান ও উচ্চারণ শেখাতে নয়া যন্ত্র আনছে শিক্ষা দপ্তর

পড়ুয়াদের বানান ও উচ্চারণ শেখাতে নয়া যন্ত্র আনছে শিক্ষা দপ্তর

কলকাতা: স্কুল পড়ুয়াদের শব্দের উচ্চারণ শুনিয়ে বানান শেখানোর অভিনব উদ্যোগ নিচ্ছে সমগ্র শিক্ষা অভিযান৷ বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পড়ুয়াদের বানান শেখানো হবে৷ আর এই কাজের জন্য শিক্ষকদেরও দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ৷ পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের প্রথম সুযোগ দেওয়া হয়েছে৷ আজ থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ৷

জানা গিয়েছে, প্রায় প্রতি স্কুলেই এখন স্মার্ট ক্লাসরুম আছে৷ ১৩০টি মাধ্যমিক ও ১৬টি প্রাথমিক স্কুলকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে৷এরপর ধাপে ধাপে বাকি স্কুলে ছড়িয়ে পড়বে৷ পড়ুয়াদের বানান শেখাতে ব্যবহার করা হবে বিশেষ যন্ত্র৷ যার মাধ্যমে স্ক্রিনে ছবি দেখিয়ে পড়ুয়াদের পড়াশুনাকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে৷ পড়ুয়াদের ইংরেজি শেখাতে বিভিন্ন পদ্ধতি নেওয়া হবে৷ গতানুগতিক পদ্ধতিতে বানান বা উচ্চারণ শোখানোর পরিবর্তে পঠনপাঠান হবে আরও আধুনিক৷ 

কীভাবে শেখানো হবে পড়ুয়াদের? পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে একটি সফটওয়্যার৷ সেখানে স্কুলের প্রজেক্টর মেশিনের মাধ্যমে সফটওয়্যার কাজে লাগিয়ে শব্দের উচ্চারণ শোনানো হবে৷ কবিতা বা গল্প পড়ানো হবে৷ সেখানে কীভাবে পড়তে হয়, তাও ওই সফটওয়্যারের মাধ্যমে পড়ুয়াদের শেখানো হবে৷ পড়ার সময় কোথায় থামতে হবে, কতটা থামতে হবে, কোন জায়গায় বেশি জোর দিতে হবে তাও শেখানো হবে৷ বানান গঠন করার কী সহজ করা যায় তাও শেখানো হবে৷ পড়ুয়াদের কীভাবে শেখাতে হবে, তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *