স্কুলে ‘ফাঁকিবাজি’? অবশেষে রাজ্যের স্কুলে চালু যন্ত্র নির্ভর হাজিরা

স্কুলে ‘ফাঁকিবাজি’? অবশেষে রাজ্যের স্কুলে চালু যন্ত্র নির্ভর হাজিরা

কলকাতা: নতুন বছরের শুরু থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নয়া চমক৷ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকদের আসা-যাওয়ার সময় নথিবদ্ধ রাখতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে৷ পরীক্ষামূল ভাবে বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জেলায় বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি কার্যকর কথা জানিয়েছেন৷

ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ওই জেলায় বেশ কয়েক বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতির চালু করা হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে জেলার বাকি বিদ্যালয়গুলিতে অত্যাধুনিক এই যন্ত্র স্থাপনের কাজ হবে৷ এদিকে এই ঘটনায় জেলার শিক্ষকরা বেশ হতবাক৷ কারণ জেলার বেশির ভাগ বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষকই নেই৷ বদলে সেখানে রয়েছে অগণিত শূন্যপদ৷ যে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিদ্যালয় পরিচালন সমিতি এক প্রকার ক্লান্ত হয়ে পরেছে৷

অন্যদিকে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক জানিয়েছেন, জেলার অধিকাংশ বিদ্যালয়ে এই পদ্ধতি পরিচালনা করার মতন উপযুক্ত পরিকাঠামো নেই৷ আর যেখানে প্রয়োজনের তুলনায় শিক্ষকদের সংখ্যা উল্লেখযোগ্য রকম, সেখানে শিক্ষদের হাজিরা লিপিবদ্ধ করার জন্য বাড়তি অর্থ ব্যয় অপচয় ছাড়া কিছু নয়৷

জানা যাচ্ছে, বায়োমেট্রিক যন্ত্র কেনার জন্য বিদ্যালয়গুলিকে কম্পোজিট ফাণ্ডের অর্থ ব্যয় করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু এই ফাণ্ডের অর্থ বায়োমেট্রিক যন্ত্র কিনতে ব্যয় হলে বিদ্যালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের যোগানে ঘাটতি দেখা যাবে৷ জেলার শিক্ষকদের আরও অভিযোগ, রাজ্যের অন্য জেলাগুলিতে এইরকম কোনও নিয়ম চালু হয়নি৷ তবে তাদের জেলাতেই কেন এই কড়া অনুশাসন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =