উইকিলিকসের প্রতিষ্ঠাতার ৫০ সপ্তাহ জেল

লন্ডন : সাতবছর আগে একটি ব্রিটিশ আদালতের জামিনের শর্ত ভাঙার অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়েন অ্যাসাঞ্জেকে ৫০ সপ্তাহের জেলের সাজা দেওয়া হল। সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে তিনি শর্ত না মেনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ইকুয়েডর তাঁর আশ্রয় তুলে নেওয়ার পর ১১ এপ্রিল গ্রেফতার হন অ্যাসাঞ্জে। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বুধবার তোলা হয় তাঁকে। আদালতে লিখিত জবাবে অ্যাসাঞ্জে

d3197e36f3b4e082451c2daed66b3635

উইকিলিকসের প্রতিষ্ঠাতার ৫০ সপ্তাহ জেল

লন্ডন : সাতবছর আগে একটি ব্রিটিশ আদালতের জামিনের শর্ত ভাঙার অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়েন অ্যাসাঞ্জেকে ৫০ সপ্তাহের জেলের সাজা দেওয়া হল।

সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে তিনি শর্ত না মেনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ইকুয়েডর তাঁর আশ্রয় তুলে নেওয়ার পর ১১ এপ্রিল গ্রেফতার হন অ্যাসাঞ্জে। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বুধবার তোলা হয় তাঁকে। আদালতে লিখিত জবাবে অ্যাসাঞ্জে বলেন, সেসময় তিনি যা ভালো বুঝেছিলেন, তাই করেছিলেন। সেজন্য তিনি দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *