কলকাতা: গতবছর থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল। একাধিক আইনি জটিলতা, বিভ্রান্তি ও অসচ্ছতা কাটিয়ে উঠতে এবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ করার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য। নিয়োগ প্রক্রিয়া, শিক্ষকদের পোস্টিংদের ক্ষেত্রে নতুন নিয়মবিধি ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছে রাজ্য মন্ত্রিসভায়।
এখন থেকে শুধুমাত্র লিখিত পরীক্ষার ওপরই জোর দেওয়া হবে। সেই মেধা তালিকার ভিত্তিতেই আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে। নতুন নিয়মে টেটে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে পাবেন প্রার্থীরা। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় মাতৃভাষা ও ইংরেজির দক্ষতা যাচাই করা হবে। পাশাপাশি, নির্দিষ্ট বিষয়ের পরীক্ষাতেও বসতে হবে প্রার্থীদের। ওএমআর শিটে সেই পরীক্ষা নেওয়া হবে।
একইসঙ্গে তুলে দেওয়া হচ্ছে ইন্টারভিউয়ের ব্যবস্থা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে। শিক্ষকদের পোস্টিংদের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। সূত্রের খবর, এখন থেকে শিক্ষকদের শিক্ষকদের পোস্টিং দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে । পাশাপাশি, শিক্ষকদের কীভাবে নিজেদের জেলায় পোস্টিং দেওয়া হবে, সেই বিষয়টিও মাথায় রাখছে শিক্ষা দপ্তর।এতদিন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রাথমিক বিভাগ ও পাস, অনার্স, মাস্টার্সের পৃথকভাবে বিভিন্ন স্কেলে এসএসসি পরীক্ষা দিতে হত। এখন থেকে যে কোনও শ্রেণিতে নিয়োগের পরীক্ষার জন্য একবারই আবেদন করবেন প্রার্থীরা। অর্থাৎ নতুন নিয়মে পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে একইসঙ্গে পরীক্ষা নেওয়া হবে। তবে তিনটি পর্যায়ের পরীক্ষা একইসঙ্গে কীভাবে হবে, তা এখনও বিশদে জানানো হয়নি।