কলকাতা: কেন্দ্রের সপ্তম পে কমিশনের সুবিধা পাচ্ছেন না আইআইটি কর্মীরা। এরই প্রতিবাদে বিক্ষোভে সরব হলেন খড়গপুর আইআইটির ৭০০ জন কর্মী। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বুধবার, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটির ৭০০ জন কর্মী।
অভিযোগ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ঘোষিত সপ্তম পে কমিশনের সুযোগ, সুবিধা তাঁরা পাচ্ছেন না। এরই প্রতিবাদে বুধবার সকালে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান তাঁরা। কো-অর্ডিনেশ কমিটির ডেপুটি চেয়ারম্যান জয়দীপ কোলের অভিযোগ, বিগত ৩ টি আর্থিক বছরের প্রোডাক্টিভ বোনাস পাওয়া যায়নি। দেশের সমস্ত আইআইটি কর্মীদের নিয়ে কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সমস্যা মিটবে কবে? লোকসভা নির্বাচনের আগে শিকে ছিড়বে কি আইআইটি কর্মীদের? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আইআইটির খড়গপুর ক্যাম্পাসে।