কলকাতা: জ্বালানির দাম বাড়লেই বাসের ভাড়া বৃদ্ধির দাবি তুলতে অভ্যস্ত মালিকরা৷ কিন্তু, গত বছরে বাসের ভাড়া বৃদ্ধির পর প্রথম পর্যায়ে জ্বালানির দাম আরও বাড়লেও পরে তা ফের কমতে শুরু করে৷ ভাড়া বৃদ্ধির সময়ে যে জায়গায় ছিল ডিজেলের দাম, তার তুলনায় বর্তমানে বেশ কিছুটা কমেছে৷ ইদানীং পুলিশের জরিমানা আদায় নিয়ে মালিকরা সুর চড়ালেও, জ্বালানির দাম কমায় ভাড়া কমানো নিয়ে কোনও উচ্চবাচ্য করছেন না তাঁরা৷ এদিকে, যাত্রী মহল থেকে ভাড়া কমানোর দাবি উঠছে৷ উঠছে পরিষেবার মান বৃদ্ধির প্রসঙ্গও৷
পরিবহণ দপ্তর সূত্রের খবর, গত জুন মাসে বাস সহ অন্যান্য পরিবহণের ভাড়া বৃদ্ধি করেছিল সরকার। সেই সময়ে লিটার প্রতি ডিজেলের মূল্য ছিল ৬৮.২৭ টাকা। তারপর অবশ্য ডিজেলের দাম আরও কয়েক ধাপ বেড়েছিল। সেই সময়ে মালিক সংগঠনগুলির পক্ষ থেকে ফের পরিবহণ দপ্তরে চিঠি দিয়ে আবারও ভাড়া বৃদ্ধির দাবি তোলা হয়েছিল। তবে তাঁদের সেই দাবি মানা হয়নি। ডিসেম্বরে এসে ডিজেলের দাম পড়তে শুরু করে। বর্তমানে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৬৬ টাকার কিছু বেশি। অর্থাৎ, যে সময়ে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, সেই সময়ের দামের তুলনায় এখন ডিজেলের দাম কম। এই পরিসংখ্যানের উপরে ভিত্তি করেই ভাড়া কমানোর দাবি তুলছে যাত্রীদের একাংশ।