এবার স্কুল পড়ুয়াদের ডেঙ্গু’র পাঠ দেবেন শিক্ষকরা, জারি নয়া বিজ্ঞপ্তি

এবার স্কুল পড়ুয়াদের ডেঙ্গু’র পাঠ দেবেন শিক্ষকরা, জারি নয়া বিজ্ঞপ্তি

0be494444079e33c0e8f4f3313e15e16

কলকাতা: ডেঙ্গু প্রতিরোধে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার৷ সম্প্রতি রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর নবান্নে ডেঙ্গু প্রতিরোধের জন্য গঠিত কোড় কমিটির সদস্যদের নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়৷ ওই বৈঠকে আগামী দিনে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ স্থির হয়েছে, সচেতনতা বৃদ্ধির জন্য রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে ডেঙ্গু দমনে বিভিন্ন প্রশিক্ষণ শিবির ও কর্মসূচির আয়োজন করা হবে৷

পোস্টার লেখা, লিফলেট বিলি, দেওয়াল লিখন প্রভৃতি পদক্ষেপ প্রয়োজন মতন গৃহীত হবে৷ বিদ্যালয়গুলিতে একাধিক প্রতিযোগীতার আয়োজন করা হবে৷ একটানা বেশ কিছুদিন ছুটির পর বিদ্যালয়গুলিতে পুনরায় ক্লাস শুরু হওয়ার আগে বিদ্যালয় ভবন, প্রাঙ্গন ও সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে৷ শুধু তাই নয়, সকালে বিদ্যালয়ে প্রার্থনা সময়ে উপস্থিত ছাত্রছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে অবশ্য পালনীয় কাজগুলি সম্পর্কে অবগত করতে হবে৷

1de0d0751bd14aa67a47d01f10d6b1b2

পরিকল্পনা অনুসারে এইসব পদক্ষেপ যথাযথ পালনের জন্য এদিন রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে রাজ্যের বিদ্যালয় শিক্ষা সচিবের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলার সমস্ত বিদ্যালয়গুলিকে কঠর ভাবে নির্দেশিকা পালন করতে হবে৷  পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কাজ দ্রুত শুরু করতে হবে৷ একই সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *