উত্তরপত্র মূল্যায়নে চূড়ান্ত সময়সীমা, কড়া নির্দেশিকা সংসদের

উত্তরপত্র মূল্যায়নে চূড়ান্ত সময়সীমা, কড়া নির্দেশিকা সংসদের

df22347fd164b53a6b47c5da1fa8c5c8

কলকাতা: আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে  উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের কর্ম ব্যস্ততা৷ পরীক্ষা ও পরীক্ষা পরবর্তী কাজের সময় নির্দিষ্ট করে নয়া নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ৷

থিওরি পেপারের জন্য পরীক্ষা পরবর্তী কাজ নির্দিষ্ট করতে প্রধান পরীক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষকদের মোট ১৮টি কাজের দিনের মধ্যে তা মূল্যয়ন শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাক্টিকাল পরীক্ষার প্রধান পরীক্ষকে ৫ দিনের মধ্যে মূল্যয়ন করার বিষয়ে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ স্ক্রুটিনি করার কাজের জন্য ৯ দিনের সময় সীমা মঞ্জুর হয়েছে৷ একই রকম ভাবে ডিএসি সদস্যদের কাজের জন্য ধার্য হয়েছে ১৪ দিন৷ প্রত্যেকটি বিভাগের জন্য নির্ধারিত মোট সময়সূচিকে আবার ওই বিভাগের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা অনুসারে ভাগ করা হয়েছে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ উত্তরপত্র মূল্যায়নে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় ফলাফল দ্রুত প্রকাশ করা যাবে বলে মনে করছে সংসদ৷

1d3959722b720d06352b8a7b8c15243b

অন্যদিকে পরীক্ষা শুরুর আগে স্কুলগুলিকে নয়া নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যিক শিক্ষা সাংসদ৷ নির্দেশিকায় সাংসদ সভাপতি মহুয়া দাস, আগামী ৩ মার্চ মঙ্গলবার সংসদের নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় সহ পৃথক ৫৬টি বিতরন কেন্দ্র থেকে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও একাদশ শ্রেণির (২০১৯-২০২০) রেজিস্ট্রেশান সার্টিফিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জরুরি কাগজপত্র সংগ্রহ করতে অনুরোধ করেছেন৷ এছাড়াও ঐ নির্দেশিকায় ৫৬টি বিতরন কেন্দ্রের নাম ও ঠিকানা সহ একটি হেল্প লাইন নম্বর (০৩৩-২৩৩৭০৭৯২) প্রকাশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *