কলকাতা: আগামী মে’মাসের তৃতীয় সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। পর্ষদ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তেমন হলে এই প্রথমবার মাধ্যমিকের ফল এত তাড়াতাড়ি প্রকাশিত হবে। যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ হয়নি। তবে উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে যুক্ত শিক্ষকদের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই নম্বর সহ উত্তর পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ১২ থেকে ১৬ই মে-র মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর। মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য এবার শিক্ষকদের সংখ্যাও গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। এবছর মোট ৫০৫৫৮ জন শিক্ষক ও ১৫৪৮ জন প্রধান পরীক্ষককে উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োগ করা হয়েছে৷
এদিকে, রাজ্য সরকার পুরভোটের জন্য যে সম্ভব্য দিনক্ষণ স্থির করেছে সেই অনুযায়ী মে মাসের মধ্যেই পুরভোট পর্ব শেষ হয়ে যাবে। আর এর পরেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল।
এবছর পরীক্ষা সংক্রান্ত ভুলত্রুটি সংশোধনের জন্য প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। সেক্ষেত্রে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন নিয়েও শিক্ষকদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন নিয়ে ডাকা এক বিশেষ বৈঠকে প্রধান পরীক্ষকদের কার্যত সতর্ক করে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুধু মূল্যায়নে ভুল নয়,নম্বর গুনতে ভুল হলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে শিক্ষকদের। তাই উত্তরপত্র মূল্যায়নের পর কিভাবে শিক্ষকরা উত্তরপত্রে নম্বর দেবেন তার একটি বিস্তারিত গাইডলাইনও তৈরি করে দিয়েছে পর্ষদ। উত্তরপত্র মূল্যায়নে কোন রকম বৈষম্য করলে শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পর্ষদে তরফে।
প্রত্যেক বছরই মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে একাধিক ভুলের অভিযোগ উঠেছে। নম্বর বৈষম্যের অভিযোগে কয়েক হাজার পরীক্ষার্থী প্রত্যেক বছরই আরটিআই করছে । এমনকি প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী রিভিউ ও স্ক্রুটিনি করছে। দেখা যাচ্ছে, এক্ষেত্রে যেমন উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হচ্ছেনা, তেমনই ভুল হচ্ছে নম্বর গুনতে বা যোগ করতে। পরবর্তীকালে রিভিউ করে নম্বর বেড়ে গেলে মাধ্যমিকের মেধা তালিকারও পরিবর্তন করতে হচ্ছে । মাধ্যমিকের বিভিন্ন বিভাগের বিষয়গুলি নিয়ে প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে বলেই পর্ষদ সূত্রের খবর। ১০ মার্চের মধ্যেই এই বৈঠকগুলি সেরে নিতে চাইছে পর্ষদ। ফলে খাতা দেখার জন্য হাতে অন্তত এক মাস সময় পাবেন শিক্ষকরা। সেই অনুযায়ী মে মাসের ২০ তারিখের মধ্যেই রাতে ফল ঘোষণা করা যায় এখন সেই লক্ষ্যেই এগোচ্ছে পর্ষদ।