কলকাতা: ১৯-এ মহাজোটের বার্তা দিয়ে শনিবার ব্রিগেডের মঞ্চ কাঁপাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্রিগেডের সভা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ৷ ব্রিগেডের সভায় অংশ নিতে কলকাতামুখী হতে শুরু করেছেন হাজার হাজার তৃণমূল কর্মী৷ ব্রিগেডের সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি৷ প্রস্তুত পুলিশও৷ শহরজুড়ে নিরাপত্তা বাড়াতে উঠে পড়ে লেগেছেন কলকাতা পুলিশের কর্তারাও৷
নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার তৈরিও প্রায় শেষের পথে৷ পথের নিরাপত্তা বাড়াতে তৈরি হয়েছে পুলিশ বাঙ্কার৷ কিন্তু, নিরাপত্তার ঘেরাটোপ বাড়াতে এবার ফুটপাতজুড়ে বাঙ্কার নির্মাণের অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে৷ ফুটপাতে পুলিশ বাঙ্কারের তৈরি হওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন পথচলতি সাধারণ মানুষ৷ এমনিতেই কলকাতা শহরজুড়ে হকারদের দৌরাত্ম্যে ফুটপাত বেদখল আগেই হয়ে গিয়েছে৷ এবার পুলিশের অস্থায়ী বাঙ্কারের জেরে সমস্যায় পড়েছেন পথচলতি সাধারণ মানুষ৷
নাম অপ্রকাশিত রাখার শর্তে এক পথচারী জানান, এমনিতেই রাজনৈতিক দলের মিটিং-মিছিলের জেরে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষ৷ যানজট সহ নানান সমস্যায় পড়তে হয় তাঁদের৷ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুটপাতজুড়ে পুলিশ বাঙ্কার নির্মাণের ঘটনায় পথ চলাই দায় হয়ে পড়ে পথচারীদের একাংশের৷