কলকাতা: কুকুর নিধনে অভিযুক্তদের মুক্তির দাবিতে পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এনআরএস। আজ একটি বৈঠক ছিল। তাও ভেস্তে গেল। শুধু তাই নয় বৈঠকে ধুন্ধুমার কাণ্ড ঘটল। হাসপাতাল সুপার ও ডেপুটি সুপারকে হেনস্থার অভিযোগ উঠল। পুলিশের গাড়িতে হাসপাতাল ছাড়তে হল তাঁদের।
নার্সিং পড়ুয়াদের দাবি মানতে রাজি না হওয়ায় সুপারকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে৷ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ মারমুখী পড়ুয়াদের হাত থেকে সুপারকে উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে যাওয়া হয়৷ অবিলম্বে অভিযুক্ত দুই ছাত্রীর উপর থেকে শাস্তি প্রত্যাহার ও হাসপাতাল চত্বর থেকে কুকুর মুক্ত করার দাবি করা হয়৷ পড়ুয়াদের এই দাবি মেনে না নেওয়ার কারণেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ৷