টানা ১৭ দিনের শিক্ষক ধর্মঘট, বন্ধ ৪৫ হাজার স্কুল! নীতীশ রাজ্যে লাটে শিক্ষা!

টানা ১৭ দিনের শিক্ষক ধর্মঘট, বন্ধ ৪৫ হাজার স্কুল! নীতীশ রাজ্যে লাটে শিক্ষা!

পাটনা: বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটে সামিল রাজ্যের সাড়ে তিন লাখেরও বেশি চুক্তিভিত্তিক শিক্ষক৷ সরকারি শিক্ষকদের সমপর্যায়ে বেতনের দাবি জানিয়ে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটে বসেন তাঁরা৷ যার জেরে প্রায় ৪৫ হাজার স্কুলে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল৷ পাল্লা দিয়ে স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতির হার৷

ধর্মঘটের জেরে বেহাল দশা বিহারের স্কুলগুলিতে৷ ৭৫ হাজার স্কুলের মধ্যে প্রায় ৪৫ হাজার স্কুলে বন্ধ মিড ডে মিল৷ সমানতালে কমছে ছাত্র উপস্থিতর হার৷ সূত্রের খবর, সরকারের উপর চাপ বাড়েতে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের স্কুলে আসতে অনুৎসাহিত করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা৷ যার জেরে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে৷ ‘সম কাজ সম বেতন’-এই দাবি জানিয়ে ধর্মঘটে সামিল প্রথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা৷ লাগাতার আন্দোলনে চাপ বাড়ছে সরকারের৷ তবে, তাঁদের এই দাবি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে বলে রাজ্যসরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷  

বর্তমানে বিহারে একজন চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষিকা মাসে ১৮ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত বেতন পান৷ সেখানে সরকারি শিক্ষকদের বেতনের হার ৬০ হাজার থেকে ৯০ হাজার৷  রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষ্ণ নন্দন প্রসাদ বলেন, ‘চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, সরকারি শিক্ষকদের সমতুল্য বেতন তাঁরা পাবেন না৷ বিষয়টি এখানেই শেষ হওয়া উচিত৷’ তিনি আরও বলেন, ‘ধর্মঘটের জেরে ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা৷ বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল৷ এই সমস্যার দীর্ঘকালীন সমাধানের পথ খোঁজার চেষ্টা চালাচ্ছি আমরা৷’

এদিকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের আন্দোলনরত এই শিক্ষক-শিক্ষিকাদের সমর্থন জানিয়েছেন হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা৷ পাশাপাশি নিজেদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে তাঁদের ধর্মঘটে সামিল হয়েছেন হাই স্কুলের প্রায় ৪০ হাজার শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eight =