মাধ্যমিক প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’! ২ শিক্ষককে সাসপেন্ড পর্যদের

মাধ্যমিক প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’! ২ শিক্ষককে সাসপেন্ড পর্যদের

74e6aea44839291f7e0e45e8b1c1ace3

ভোপাল: মধ্যপ্রদেশে মাধ্যমিক পরীক্ষায় ‘আজাদ কাশ্মীর’ নিয়ে আসা প্রশ্নে বিতর্কের ঝড়৷ সমাজ বিজ্ঞান পরীক্ষায় ভারতের মানচিত্রে আজাদ কাশ্মীর অঞ্চলটি চিহ্নিত করতে বলা হয় পরীক্ষার্থীদের৷

পাক অধিকৃত কাশ্মীরকে এখানে আজাদ কাশ্মীর বলে বোঝানো হয়েছে৷ পাশাপাশি আরও একটি প্রশ্নে টিক দেওয়ার বিকল্পগুলির মধ্যেও ছিল আজাদ কাশ্মীরের নাম৷ এই ঘটনায় দুই শিক্ষককে সাসপেন্ড করেছে মধ্যপ্রদেশ মধ্যশিক্ষা পর্যদ৷

গত শনিবার মাধ্যমিকের সমাজ বিজ্ঞান পরীক্ষায় ৪ এবং ২৬ নম্বর প্রশ্নে ওই শব্দ বন্ধনী ছাপা হয়েছিল৷ দাবি, এই শব্দ বন্ধনীটি নেওয়া হয়েছে পাঠ্যপুস্তক থেকেই৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমন নাথ৷ প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকা নরসিংপুরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক এবং মডারেটর রজনীশ জৈনকে সাসপেন্ড করেন মধ্যপ্রদেশ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সলীনা সিং৷ বাতিল করা হয় বিতর্কিত প্রশ্নপত্রটিও৷  অভিযুক্তদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এদিকে পর্ষদের পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ মধ্যপ্রদেশ শিক্ষক সংগঠন। বোর্ডের সমালোচনা করে সংগঠনের সভাপতি লচ্ছিরাম এঙ্গলে বলেন, ‘‘যে প্রশ্নগুলি নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেই প্রশ্নগুলি সমাজ বিজ্ঞানের পাঠ্যবই থেকেই নেওয়া৷ তাই এতে শিক্ষকদের ভুল হয়েছে তা বলা অন্যায়। যে বই থেকে ছাত্রদের সমাজ বিজ্ঞানের পাঠ দেওয়া হয়েছে, সেই বই থেকে প্রশ্ন তৈরি করলে কখনই ভুল হয়েছে বলা চলে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *