পথে ‘নিখোঁজ’ মাধ্যমিকের উত্তরপত্র! শিক্ষকের বিরুদ্ধে চরম ব্যবস্থা পর্ষদের

পথে ‘নিখোঁজ’ মাধ্যমিকের উত্তরপত্র! শিক্ষকের বিরুদ্ধে চরম ব্যবস্থা পর্ষদের

কোচবিহার: মাঝপথে উধাও মাধ্যমিক পরীক্ষার ইংরেজি উত্তরপত্র৷ খোয়া গেল অন্ততপক্ষে ৭৩টি উত্তরপত্র৷ কোচবিহার তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত খাতার সন্ধান দিতে পারেনি পুলিশ৷ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পর্ষদ৷

জানা গিয়েছে, তুফানগঞ্জ থেকে দিনহাটা যাচ্ছিলেন দেওচড়াই হাই স্কুলের শিক্ষক৷ গতকাল রাতে প্রধান পরীক্ষকের কাছে ইংরেজির উত্তরপত্র জমা দিতে যাচ্ছিলেন তিনি৷ অভিযোগ তিনি উত্তরপত্রগুলি বাইকের পেছনের একটি ব্যাগে করে পরীক্ষকের বাড়িতে জমা দেওয়ার জন্য রওনা হন৷ বাইকের পেছনে রাখা ব্যাগে ছিল মাধ্যমিকের ৭৩ টি উত্তরপত্র৷ পথেই হঠাৎ ওই ব্যগটি পড়ে যায়৷ অভিযোগ শিক্ষকের৷ খাতা হারানোর বিষয়ে গতকাল রাতেই থানায় অভিযোগ দায়ের হয়৷ খাতা হারানোর খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তড়িঘড়ি খাতা খুঁজে দিতে আর্জি জানিয়েছেন৷

পুলিশ তদন্ত শুরু করলেও এখনও মেলেনি খাতার সন্ধান৷ কোথায় গেল খাতা? কীভাবে পড়ে? তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলে হয়েছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পরীক্ষাকরা যেন খাতাগুলি যত্ন সহকারে দেখেন৷ কিন্তু বাইকের পেছনে করে কেন খাতাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ অভিযুক্ত পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পর্ষদ সভাপতি৷ শেষ পাওয়া খবর, পুলিলিশ তদন্ত শুরু করলেও খাতার খোঁজ এখনও মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =