কলকাতা: করোনা আক্রান্ত গোটা বিশ্ব৷ করোনাকে ‘মহামারী’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ মুখ থুবড়ে পড়েছে শেয়ারবাজার৷ করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র-রাজ্য৷ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ আর বিশেষ ব্যবস্থা হিসেবে সপ্তম রাজ্য হিসাবে বাংলায় স্কুল ছুটির ঘোষণা করেছে নবান্ন৷
অবশেষে স্কুল ছুটি ঘোষণা রাজ্যের৷ তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে৷ আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধের ঘোষণা করা হয়েছে৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা৷ বন্ধ থাকবে সমস্ত বেসরকারি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানও৷ স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা নেওয়ার কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে৷ একই সঙ্গে এসএসকে, এমএসকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে৷ ৩১ মার্চ পরিবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
খুব প্রয়োজন না পড়লে স্কুলে আসার দরকার নেই বলে গতকালই জানিয়েছিল কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষ৷ বিভিন্ন স্কুলে করোনা সম্পর্কে সতর্ক করতে তিনটি ভাষাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ শেখানো হচ্ছে সতর্কতা অবলম্বনের পন্থা৷ আজ শনিবার স্কুল বন্ধের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷
২০১৯-এর ডিসেম্বর মাসে চিন থেকে আসা করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে৷ এশিয়া মহাদেশীয় দেশগুলির পাশাপাশি ইউরোপ, আমেরিকাতেও এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷ এখনও পর্যন্ত দু’লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের৷ ভারতে এখনও পর্যন্ত ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে দু’জনের৷ কেরল, উত্তরপ্রদেশ ও দিল্লিতে করোনা ভাইরাস ছড়িয়েছে৷ এই সমস্ত রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট সরকার৷ বিহারেও বন্ধ স্কুল৷ এবার সেই তালিকায় জুড়ল বাংলার নাম৷