নাওয়া-খাওয়া ভুলে ব্রিগেডের আগেই পথে নামছে পুলিশ

কলকাতা: শনিবার তৃণমূলের ব্রিগেডে হাজির থাকছেন একঝাঁক ভিভিআইপি৷ সেই সঙ্গে উপস্থিত হবেন কয়েক লক্ষ মানুষ৷ তাঁদের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, সেজন্য আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হচ্ছে৷ এমনকী অন্য রাজ্য থেকে আসা ভিভিআইপিদের যদি কোনও কারণে আসতে দেরি হয়ে যায় বা কোনও কারণে দ্রুত বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন হয়, তারজন্য তৈরি রাখা হচ্ছে চপার ও হেলিপ্যাড৷

7dd84bc4411d892de3e963d9e83e1a3a

নাওয়া-খাওয়া ভুলে ব্রিগেডের আগেই পথে নামছে পুলিশ

কলকাতা: শনিবার তৃণমূলের ব্রিগেডে হাজির থাকছেন একঝাঁক ভিভিআইপি৷ সেই সঙ্গে উপস্থিত হবেন কয়েক লক্ষ মানুষ৷ তাঁদের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, সেজন্য আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হচ্ছে৷ এমনকী অন্য রাজ্য থেকে আসা ভিভিআইপিদের যদি কোনও কারণে আসতে দেরি হয়ে যায় বা কোনও কারণে দ্রুত বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন হয়, তারজন্য তৈরি রাখা হচ্ছে চপার ও হেলিপ্যাড৷ সব মিলিয়ে কলকাতা পুলিশের প্রায় আট হাজার ফোর্স রাস্তায় নামছে সমাবেশের দিন৷ যাতে সুষ্ঠুভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়৷

লালবাজার সূত্রে খবর, মূল সভাস্থল ও তার আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে৷ পুলিশ কমিশনার রাজীব কুমার ছাড়াও একাধিক ডেপুটি কমিশনার থাকছেন সেখানে৷ এছাড়াও রাখা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অন্যান্য পদমর্যাদার অফিসাররা৷ শুধু মূল মঞ্চই নয়, যে রাস্তা দিয়ে মিছিল আসবে, সেখানে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ কর্মী রাখা হচ্ছে৷ যেহেতু ইতিমধ্যেই সমাবেশের জন্য সমর্থকরা আসতে শুরু করেছেন, তাই আজ থেকে নির্দিষ্ট সংখ্যায় পুলিশ কর্মীরা রাস্তায় থাকবেন৷ যাতে দূর-দূরান্ত থেকে যাঁরা আসছেন, তাঁদের কোনও অসুবিধা না হয়৷

২৪ ঘণ্টাই থাকবে এই অতিরিক্ত ফোর্স৷ ১৯ তারিখ সকাল থেকেই রাস্তায় থাকবেন পদস্থ পুলিশ কর্তারা৷ লালবাজারের কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি৷ ব্রিগেড চত্বরে থাকছে থাকছে একাধিক ওয়াচ টাওয়ার ও সিসিটিভি৷ এর বাইরে গুরুত্বপূর্ণ রাস্তাতেও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখবে পুলিশ৷ সবমিলিয়ে থাকছে ২০০’র বেশি পুলিশ পিকেট৷ রাখা হচ্ছে ১৫টি ডিএমজি টিম৷ এছাড়াও রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম ও ১৫টি অ্যাম্বুলেন্স৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *