করোনা কোপে লাটে বাংলার বহু কলেজের পরীক্ষা, হস্টেল ছাড়ার নির্দেশ

করোনা কোপে লাটে বাংলার বহু কলেজের পরীক্ষা, হস্টেল ছাড়ার নির্দেশ

কলকাতা: দেশজুড়ে করোনা আতঙ্কে একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার৷ সেই অনুযায়ী বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ বেড়েছে ছুটির সময়সীমা৷ ৩১ মার্চের বদলে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ তার জেরে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে গেল৷

শনিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিজ্ঞপ্তির পর নির্দেশিকা জারি করে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷  কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির পঠনপাঠন ও পরীক্ষা বন্ধ থাকবে৷ সোববার রাজ্য সরকারের তরফে ছুটির সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে৷ আর তার জেরে কমপক্ষে একমাস পিছতে যাচ্ছে পরীক্ষা৷

বিজ্ঞপ্তি জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বন্ধ বিশ্ববিদ্যালয়ের কাজ৷ আবাসিকদের হস্টেল ছাড়ার সরাসরি নির্দেশ দেওয়া না হলেও হস্টেল ছাড়তে চাইলে পড়য়ারা তা করতে পারবেন বলেও জানানো হয়েছে৷ আবাসিকদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷ যদিও, সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের হোস্টের ফাঁকা করার আর্জি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twelve =