নয়াদিল্লি: ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে কেন্দ্র-রাজ্য বিতর্ক বজায়ই থাকছে। গরিবদের জন্য বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার এই প্রকল্প থেকে গত ১০ জানুয়ারি রাজ্য তার অংশীদারি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত তথা ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র প্রচার চালিয়ে যাবে বলেই ঠিক করেছে কেন্দ্র।
বজায় থাকবে প্রধানমন্ত্রীর আবেদনমূলক চিঠি বিলির কাজ। কেবল বজায়ই নয়। রবিবার ছুটির দিনেও রীতিমতো ক্যাম্প করে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে অবগত করার পাশাপাশি বিমার সুবিধা পাওয়ার অধিকারীদের বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর চিঠির প্রচার করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ডাকবিভাগের কর্মীদের কাছে সেই মতোই পৌঁছেছে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রকের বিজ্ঞপ্তি।
যেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বয়ানে লেখা চিঠি বিলির কাজে গতি বাড়ান। এমনকী রবিবারও চিঠি বিলি করতে হবে। এরইসঙ্গে ডাক বিভাগের কর্মী এবং ডাকঘরের পোস্ট মাস্টার জেনারেলদের চাপে রাখতে রীতিমতো মোটা হরফে বিজ্ঞপ্তিতে নজরদারির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, অত্যন্ত জরুরিকালীন ভিত্তিতে স্পিড পোস্টে চিঠি বিলি করুন। আপনাদের পারফরমেন্সের উপর মন্ত্রকের শীর্ষ মহল থেকে নজর রাখা হচ্ছে।