কলকাতা: করোনা আক্রান্ত গোটা বিশ্ব৷ করোনাকে ‘মহামারী’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি৷ প্রভাব পড়েছে ভারতেও৷ করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র-রাজ্য৷ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ আর বিশেষ ব্যবস্থা হিসেবে সপ্তম রাজ্য হিসাবে বাংলায় সমস্ত স্কুল-কলেজ ছুটি দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ও শিক্ষা দপ্তর৷ কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা সূচি পরিবর্তন করা হয়নি রাজ্যের তরফে৷ কিন্তু, আজ রাতে জরুরি ভিত্তিতে সিবিএসসির সমস্ত পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ আর এই ঘোষণা হতেই করোনা পরিস্থিতি নিয়ে বাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষকদের একাংশ৷
আজ রাতে করোনা পরিস্থিতি বিবেচনা করে সিবিএসসি পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ পরে বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এক বিবৃবিতে জানিয়েছে৷ সিবিএসসির তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা নেওয়া কথা ছিল ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত, তা আপাতভাবে বাতিল করা হয়েছে৷ ৩১ মার্চের পর নতুন নির্ঘন্ট দেওয়া হবে৷ পরিবেশ পরিস্থিতি বিচার করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জয়েন্ট পরীক্ষা ও আইআইটির পরীক্ষাও বাতিল করা হয়েছে৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী দিন জানানো হয়েছে৷
অন্যদিকে, শনিবার জরুরি ভিত্তিতে বাংলার সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে৷ তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার কাজ চলছে৷ কিন্তু, করোনার মতো মহামারি রুখতে বাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের দাবি আগেই উঠেছিল শিক্ষক মহলের তরফে৷ এবার কেন্দ্রের ঘোষণায় নতুন করে মাত্রা পেয়েছে সেই দাবি৷
JEE mains examination should be rescheduled&new date will be announced on March 31 after re-assessment of the situation since the examination may require travel by examinees to different towns & the dates may clash with rescheduled CBSE, other board exams: MHRD #Coronavirus https://t.co/DFGT0iM12u
— ANI (@ANI) March 18, 2020