কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় গোটা বাংলাজুড়ে জারি হয়েছে লকডাউন৷ বাংলার ২৩ জেলায় একাধিক শহরের লকডাউন ঘোষণা করা হয়েছে৷ উদ্ভূত এই পরিস্থিতিতে এবার মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ৷ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে৷
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোভাল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে উদ্ভূত পরিস্থিতির বিবেচনা করে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে সমস্ত প্রধান পরীক্ষক, পরীক্ষকদের অবহিত করা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ২০২০ উত্তরপত্র জমা দেওয়ার যে দিন আগে নির্ধারিত হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হচ্ছে৷
তবে, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা করা হলেও ওই বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের শিক্ষকরা যাতে সমস্ত উত্তরপত্রগুলি যথাযথভাবে মূল্যায়ণ করে রাখেন৷ যাতে বোর্ডের পরবর্তী নির্দেশ জারি হওয়া মাত্রই সেই উত্তরপত্রগুলি যাতে দ্রুত জমা করানো যায়৷ ফলে, পরিস্থিতি যা, তাতে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেশ খানিকটা পিছিয়ে যেতে চলেছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷