করোনা ধাক্কায় পিছোল একগুচ্ছ প্রবেশিকা পরীক্ষা, নির্দেশ ‘মানব-মন্ত্রী’র

করোনা ধাক্কায় পিছোল একগুচ্ছ প্রবেশিকা পরীক্ষা, নির্দেশ ‘মানব-মন্ত্রী’র

0c918c050412e51a039ad047d71a94a8

নয়াদিল্লি:  করোনার জেরে উদ্ভূত সংকটজনক পরিস্থিতিতে এবার একাধিক প্রবেশিকা পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ আগেই স্থগিত করা হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (নিট) এবং জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন (জেইই)৷ এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেলের কাছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এগজাম (আইসিএআর), ইউজিসি নেট,  জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এনট্রান্স এগজাম (জেএনইউইই), ইগনু পিএইচডি এবং ম্যানেজমেন্টের প্রবেশিকা পরীক্ষার দিন পিছনোর আবেদন জানাল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখারিয়া নিশাঙ্ক ট্যুইট করে আরও বলেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে অল ইন্ডিয়া আয়ূষ পোস্টগ্র্যাজুয়েট এনট্রান্স টেস্টও এক মাসের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে৷ খুব শীঘ্রই নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন পোখারিয়া৷ এর আগে গত ২৫ মার্চ এইমস পোস্টগ্র্যাচুয়েট প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সার্ভিসেস৷

কোভিড করোনার জেরে সংকটে পড়েছেন বহু ছাত্রছাত্র ও তাঁদের অবিভাবকরা৷ এই সমস্যার কথা বিবেচনা করেই অনলাইনে আবেদনের তারিখও বাড়িয়ে দিয়েছে টেস্টিং এজেন্সি৷ এনসিএইচএম জেইই-২০২০ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে৷ ইগনু অ্যাডমিশন টেস্ট-২০২০ (পিএইচডি এবং এমবিএ)-র অনলাইন আবেদনের শেষ দিন ছিল ২৩ মার্চ৷ সেটি বাড়ে হয়েছে ৩০ এপ্রিল৷  আইসিএআর পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের বর্ধিত তারিখ ৩০ এপ্রিল৷ জেএনইউইই-২০২০ পরীক্ষার অনলাইন আবেদের তারিখও ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে৷ ইউজিসি নেট-জুন ২০২০ পরীক্ষার অনলাইন আবেদনের শেষ তারিখ ছিল ১৬ এপ্রিল৷ পরিবর্তিত তারিখ মেনে আবেদনের শেষ দিন হবে ১৬ মে৷