লাগবে না পরীক্ষা, অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই ‘পাস’, বেনজির কেন্দ্র

লাগবে না পরীক্ষা, অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই ‘পাস’, বেনজির কেন্দ্র

নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউন৷ শুনশান পথঘাট৷ বন্ধ স্কুল-কলেজ৷ শিকেয় উঠেছে পঠনপাঠন৷ করোনা, লকডাউন পরিস্থিতির মধ্যেই এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে ‘পাস’ করিয়ে দেওয়ার বেনজির সিদ্ধান্ত কেন্দ্রের৷

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাস করিয়ে দেওয়া হলেও নবম ও একাদশে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে স্কুলের মূল্যায়ন কার্যকর করার প্রস্তাব কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের৷ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের ২৯টি বিষয়ে পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্র৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আর্জির ভিত্তিতে নয়া নির্দেশিকা জারি করেছে সিবিএসই কর্তৃপক্ষ৷ অন্যদিকে কোরোনার জেরে আপাতত স্থগিত হয়ে গিয়েছে দিল্লি আইআইটির জয়েন্ট এনট্রান্স অ্যাডভান্সের পরীক্ষা৷

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সিবিএসসি বোর্ডের কাছে আর্জি জানানো হয়, করোনা আবহে যেহেতু পরীক্ষা ও স্কুল বন্ধ রয়েছে, ফলে বোর্ডের পরীক্ষায় শুধুমাত্র ২৯টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হোক৷ যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ নয়, তা ছাড় দেওয়ারও আর্জি জানানো হয়৷ একই সঙ্গে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরবর্তী পর্যায়ে তুলে দেওয়া বিষয়েও আর্জি জানানো হয়৷ যে স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে, তাদের বাদে বাকিদের সরাসরি উত্তীর্ণ করে দেওয়ার বিষয়ে জানানো হয়৷ এমনকী, নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে স্কুলের মূল্যায়নের ভিত্তিতে তুলে দেওয়া কিংবা প্রয়োজনে অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার বিষয়েও সওয়াল করা হয়৷ এই মর্মে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের আর্জি মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিবিএসসি বোর্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + fifteen =