ব্রিগেড সমাবেশ: অতিথিদের জন্য ঠিক কী কী আয়োজন হয়েছে জানেন?

কলকাতা: দেশের তাবড় বিরোধী নেতারা ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন। তাঁদের আতিথেয়তার কোনও কসুর করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককেই পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মমাফিক তাঁদের সরকারি তরফে প্রোটোকল দেওয়া হচ্ছে। ব্রিগেডের সভায় তাঁদের পুষ্পস্তবকের সঙ্গে মা মাটি মানুষ লেখা উত্তরীয় দিয়ে বরণ করবেন মমতা। সেই উত্তরীয়তে থাকবে তৃণমূলের ঘাসফুল প্রতীকও। এর জন্য ৩৫০ উত্তরীয়

ব্রিগেড সমাবেশ: অতিথিদের জন্য ঠিক কী কী আয়োজন হয়েছে জানেন?

কলকাতা: দেশের তাবড় বিরোধী নেতারা ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন। তাঁদের আতিথেয়তার কোনও কসুর করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককেই পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মমাফিক তাঁদের সরকারি তরফে প্রোটোকল দেওয়া হচ্ছে। ব্রিগেডের সভায় তাঁদের পুষ্পস্তবকের সঙ্গে মা মাটি মানুষ লেখা উত্তরীয় দিয়ে বরণ করবেন মমতা। সেই উত্তরীয়তে থাকবে তৃণমূলের ঘাসফুল প্রতীকও। এর জন্য ৩৫০ উত্তরীয় আনা হয়েছে। এই বিশেষ উত্তরীয়ের সঙ্গে বিশ্ববাংলার প্রতীক সহ উপহার অতিথিদের দেওয়া হতে পারে। ব্রিগেড উপলক্ষে স্বেচ্ছাসেবকদের বিশেষ গেঞ্জিও তৈরি করা হয়েছে৷

বেলা তিনটের মধ্যে ব্রিগেডের সভা শেষ করে সব নেতাই যাবেন আলিপুরের সৌজন্য ভবনে। সেখানে বেলা চারটেয় রয়েছে চা চক্রের আসর। সেখানে বাহারি খাবারের ব্যবস্থা করা হয়েছে। দার্জিলিং চা, ফিশ ফ্রাই, আট রকমের কুকিজ, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশের পাশাপাশি থাকবে উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবার। কলকাতার প্রথিতযশা ক্যাটারার ওই চা চক্রে ভেজ, নন ভেজ মেনু তৈরি করছে। বাম ও বিজেপি বাদে প্রায় সব রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা হাজির থাকবেন ব্রিগেডে এবং তারপর চা চক্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nineteen =