কলকাতা: কাশ্মীরে ফের পশ্চিমী ঝঞ্ঝা এলেও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজ থাকবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। তবে শুক্রবারই তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত দু’দিন ধরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে এসেছিল।
শুক্রবার তা ১৩ ডিগ্রি ছুঁয়েছে। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত শীতের মাত্রা এরকমই থাকবে বলে আশা করা যাচ্ছে। তবে এখনই ফের ১১-১২ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসার বিশেষ আশা নেই।