আরও অনিশ্চিত JEE, NEET, NET! পরীক্ষা কবে? এখনও অধরা সমাধান

আরও অনিশ্চিত JEE, NEET, NET! পরীক্ষা কবে? এখনও অধরা সমাধান

4a0cf4ac15524399b2a5b132499f2d93

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে আগেই স্থগিত করা হয়েছিল জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন (জেইই) মেন এবং অ্যাডভান্স, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) ইউজি ২০২০, ইউজিসি- নেট সহ একগুচ্ছ প্রবেশিকা পরীক্ষা৷ নির্দিষ্ট দিন ঘোষণা করা না হলেও, মে মাসের শেষ সপ্তাহে জেইই এবং নিট পরীক্ষা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ কিন্তু পরীক্ষার দিন আরও পিছবে বলেই মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় পিছিয়ে জুলাই কিংবা অগাস্ট হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

সেক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে৷ দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে অধিকাংশ রাজ্যই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে৷ মে মাসেও লকডাউন চললে গোটা চিত্রটাই বদলে যাবে৷ কারণ, অধিকাংশ রাজ্যই পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে৷ বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ লকডাউনের জেরে ৩০টিরও বেশি স্কুল এডুকেশন বোর্ড এখনও তাদের বোর্ড পরীক্ষা শেষ করতে পারেনি৷ পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে৷ স্থগিত মূল্যায়ন প্রক্রিয়াও৷ ফলে পরীক্ষার ফল প্রকাশেও বিলম্ব হচ্ছে৷ 

লকডাউনের জেরে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রেখেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), ন্যাশনাল ইনস্টিটিউশন অফ অপেন স্কুলিং (এনআইওএস) এবং কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)৷ স্থগিত রয়েছে তাদের মূল্যায়ন প্রক্রিয়া৷ ১৫ এপ্রিলের পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল৷ কিন্তু  লকডাউনের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় পড়ুয়াদের ভাগ্য এখন অনিশ্চিত৷ 

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, ‘‘পরীক্ষা পুনরায় পিছনো হবে৷ চলতি মাসের শুরুতে সিবিএসই বোর্ডের সিদ্ধান্ত ছিল দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময় সূচি পরিবর্তন করা হবে৷ পাশাপাশি ৪১ বিষয়ের মধ্যে ২৯টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে৷’’ কিন্তু পরিস্থিতির জেরে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে বোর্ড৷ এই অবস্থায় ২৯টি বিষয়ে পরীক্ষা নেওয়া যাবে কিনা, সেই বিষয়টিও ভেবে দেখা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *