মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার অনুদান শিক্ষক সমিতির

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার অনুদান শিক্ষক সমিতির

911a593e45a70d528fcc213d9db539e1

 

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ জেরবার অর্থনীতি৷ গৃহবন্দি গোটা পৃথিবী৷ প্রভাব পড়েছে ভারতেও৷ পিছিয়ে নেই বাংলা৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই সাধারণ জনতার কাছ থেকে অর্থ সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ খুলে দিয়েছেন ত্রাণ তহবিল৷ এবার মুখ্যমন্ত্রীর খুলে দেওয়া প্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অর্থ সাহায্য করল শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি৷

মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আজ শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শিক্ষকদের জমানো ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়৷ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র, সমিতির জার্নাল ‘শিক্ষাবার্তা’র সম্পাদক সুব্রত বাগচী ও কোষাধ্যক্ষ হীরালাল মান্না শিক্ষামন্ত্রীর হাতে শিক্ষকদের থেকে সংগ্রহ করা ১০ লক্ষ টাকা টাকা শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷

শিক্ষক সংগঠনের দাবি, মহামারীর এই পরিস্থিতিতে সমাজের পাশে দাঁড়ানো তাঁদের অন্যতম কর্তব্য৷ সামাজিক দায়৷ শিক্ষাদানের পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনে শতাধিক শিক্ষক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা করার জন্য অর্থ সহোযোগিতা করেছেন৷ তাঁদের সেই মোট ১০ লক্ষ টাকার অর্থ সাহায্য আজ শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷

সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, “একটি দায়িত্বশীল শিক্ষক সংগঠনের শুধু শিক্ষা-শিক্ষক আন্দোলন করলে চলবে না সাংস্কৃতিক ও সামাজিক কর্তব্য পালনে তাঁদের এগিয়ে আসা উচিত। তাই উদ্ভূত  করোনা পরিস্থিতিতে আমরা সমস্ত সদস্যকে রাজ্যের হাজার হাজার 'দিন আনি-দিন খাই' গরিব মানুষের পাশে থাকার আহ্বান জানাই। কয়েকদিনের মধ্যেই রাজ্যের সর্বস্তরের শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী মানুষ আমাদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন। সম্পূর্ণ অর্থটা আমরা অনলাইনে সংগ্রহ করেছি যেটাতে সকলে অভ্যস্ত নন। নাহলে এই অর্থের পরিমাণ আরও কয়েক গুণ হতে পারতো। আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই।রাজ্যের সমস্ত সদস্যকে আমরা আহ্বান জানিয়েছি, সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপনের (১৯৭০ সালে প্রতিষ্ঠাত STEA-এ বছর সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে) সমস্ত প্রক্রিয়া স্থগিত রেখে এই ভয়াবহ পরিস্থিতিতে যেভাবে সম্ভব সকলে যেন মানুষের পাশে থাকেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *