আপার প্রাইমারির বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল MHRD

আপার প্রাইমারির বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল MHRD

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা শিক্ষা নির্ঘণ্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল৷ আপার প্রাইমারি বিভাগের (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি) জন্য এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে৷ 

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, লকডাউনের মধ্যেই বাড়িতে বসে যাতে পড়ুয়ারা অভিভাবক এবং শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই নয়া নির্ঘণ্ট তৈরি করা হয়েছে৷ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনেই বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছে এনসিইআরটি৷ 

পোখরিয়াল বলেন, কী ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং টেকনোলজিকে হাতিয়ার করে শিক্ষকরা আরও সুন্দর ও আকর্ষণীয়ভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করতে পারেন, এই ক্যালেন্ডারে সেই গাইডলাইন ছকে দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, টিভি, মোবাইল, রেডিও, এসএমএস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পড়ুয়াদের ক্লাস নেওয়া হচ্ছে৷ এটা বাস্তব যে, সকলের মোবাইলে ইন্টারনেট পরিষেবা নেই৷ অনেকেই আবার সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল বা ট্যুইটারের সঙ্গেও যুক্ত নন৷ সেই সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কী ভাবে মোবাইল ফোনে এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে গাইড করা হবে, ক্যালেন্ডারে সেই নির্দেশিকাও রয়েছে৷ 

এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রতিটি বিষয়ের বাকি ক্লাসগুলিকেও শীঘ্রই এই ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পোখারিয়াল৷ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্যও চিন্তাভাবনা করা হয়েছে৷ তাদের জন্য থাকছে অডিওবুক, রেডিওর অনুষ্ঠান এবং ভিডিও প্রোগ্রাম৷ 

সপ্তাহ অনুসারে এই ক্যালেন্ডারের পরিকল্পনা করা হয়েছে৷ প্রতি সপ্তাহে সিলেবাস বা পাঠ্যপুস্তক থেকে নেওয়া বিষয়গুলি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে৷ এছাড়াও থাকছে আর্ট এডুকেশন, শারীরিক অনুশীলন, যোগা ক্লাস৷ মোট চারটি ভাষায় এই বিষয়গুলি শেখানো হবে৷ এই ভাষাগুলি হল হিন্দি, ইংরেজি, উর্দু এবং সংস্কৃত৷ থাকছে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মানসিক চাপ এবং উদ্বেগ নিয়ন্ত্রণের কৌশল৷ 

ইতিমধ্যেই টিভি চ্যানেল স্ময়ং প্রভা (কিশোর মঞ্চ) (ফ্রি ডিটিএইচ চ্যালেল ১২৮, ডিস টিভি চ্যানেল লাইভ # ৯৫০, সানডাইরেক্ট #৭৯৩, জিও টিভি, টাটাস্কাই #৭৫৬, এয়ারটেল চ্যানেল #৪৪০, ভিডিওকন চ্যানেল #৪৭৭)-র মাধ্যমে লাইভ কথোপকথন পর্ব চালু করেছে এনসিইআরটি৷ ছাত্রছাত্রীরা মোবাইল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবে কিশোর মঞ্চ অ্যাপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *