ব্রিগেড সমাবেশ: রাজনীতির রামধুনি তৈরি হয়েছে দেশের আকাশে, দাবি অভিষেক মনু সিংভির

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া

bd50849724478ab62f741a57c33afa1c

ব্রিগেড সমাবেশ: রাজনীতির রামধুনি তৈরি হয়েছে দেশের আকাশে, দাবি অভিষেক মনু সিংভির

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷

শনিবার মমতার ডাকা ব্রিডেগ সমাবেশে উপস্থিত হয়ে মোদির বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি৷ বলেন, ‘‘রাজনীতির রামধুনি তৈরি হয়েছে দেশের আকাশে৷ এই জোটের যাই নাম দিন না কেন, এটা দেশের গণতন্ত্রণের জন্য শুভ পদক্ষেপ৷’’ এদিন আযকর দপ্তরকে বিঁধে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘‘আজ আয়কর যাঁকে তাঁকে নোটিস পাটাচ্ছে৷ এটা আমি ৪০ বছরে কখনও দেখিনি৷ তুমি খুব ভাল, বললেই সব ছাড় দিচ্ছে কেন্দ্র৷ প্রতিবাদ করলেই নোটিস পাঠানো হচ্ছে৷’’  বলেন, ‘‘আমি মমতা দিদিকে ধন্যবাদ জানাই, এই মঞ্চ গড়ে তোলার জন্য৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *