নতুন শিক্ষাবর্ষে বাড়বে ভর্তি ফি? নয়া ঘোষণা মানব উন্নয়ন মন্ত্রীর

নতুন শিক্ষাবর্ষে বাড়বে ভর্তি ফি? নয়া ঘোষণা মানব উন্নয়ন মন্ত্রীর

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে টানা একমাসেরও বেশি লকডাউনের জেরে বন্ধ রাখা হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্কতার কথা মাথায় রেখে ঠিক কবে থেকে ক্লাস শুরু করা যাবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নতুন শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই অবস্থায় ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য কোনও কোর্সের জন্য টিউশন ফি বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিল ভারতীয় প্রযুক্তি (আইআইটি) এবং  তথ্য প্রযুক্তি (আইআইআইটি) শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷

আইআইটি কাউন্সিলের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং আইআইটি-র পরিচালকদের সাথে পরামর্শ করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ইনস্টিটিউটগুলি কোনও কোর্সের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষের টিউশন ফি বৃদ্ধি করবে না। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷

এবিষয়ে পিটিআইকে তিনি বলেন, “আইআইটি কাউন্সিলের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং আইআইটি-র পরিচালকদের সঙ্গে পরামর্শ করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ইনস্টিটিউটগুলি কোনও কোর্সের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষের টিউশন ফি বৃদ্ধি করবে না।” “আইআইআইটিগুলির ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাঁরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা প্রাপ্ত, তাদের ক্ষেত্রে স্নাতক কোর্সের জন্য শিক্ষাবর্ষের নিরিখে  ১০-শতাংশ ফি বৃদ্ধি এই বছর কার্যকর করা হবে না I অন্যান্য কোর্সের ক্ষেত্রেও যাতে ফি বৃদ্ধি না করা হয় তার জন্য আমি তাদের অনুরোধও জানিয়েছি।

তিনি আরও বলেন, “একইভাবে, আমি সরকারী-বেসরকারী অংশীদারিত্বে পরিচালিত আইআইআইটিগুলিকেও তাদের শিক্ষাবর্ষের যে কোনও কোর্সের জন্য আগামী শিক্ষাবর্ষের টিউশন ফি বৃদ্ধি না করার জন্য অনুরোধ জানিয়েছি।” আইআইটি-দিল্লি ইতিমধ্যে জানিয়েছে যে তারা তাদের স্নাতকোত্তর কোর্সের জন্য ফি বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবারের সিদ্ধান্তের অর্থ হল ২৩টি আইআইটির ক্ষেত্রেই আগামী শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তর দুটি কোর্সের জন্য ২০১৯-২০ শিক্ষাবর্ষ অনুসারেই ফি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =