ব্রিগেড সমাবেশ: মমতা দেশের রোল মডেল, দাবি কুমারস্বামীর

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া

3c86a31732cee3f07c0500733c99a50d

ব্রিগেড সমাবেশ: মমতা দেশের রোল মডেল, দাবি কুমারস্বামীর

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷

শনিবার মমতার ডাকা ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে মোদির বিরুদ্ধে মুখ খুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷ শুরুতেই মমতাকে প্রশংসা করে কুমারস্বামী বলেন, ‘‘ মমতা দেশের রোল মডেল৷ আজ মমতাই দেশের বিরোধীদলগুলিকে মিলিয়ে দিয়েছে৷’’ এদিন নোটবন্দি, কৃষি ঋণ, কর্মসংস্থান থেকে শুরু করে রাফাল ইস্যু তুলে মোদিকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘বিজেপি ভাবছে, টাকা দিয়েই সরকার কিনে নেবে৷ ওরা কর্ণাটকে টাকা দিয়ে বিধায়কদের কেনার চেষ্টা করছে৷ বিজেপির টাকা দিয়ে গণতন্ত্র কেনার চেষ্টায় আমি ধিক্কার জানাই৷ আজ, এই মহাজোট বিজেপির এই মুখোশ খুলে দেবে৷ আমরা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দেব, দেশের গণতন্ত্রণই শেষ কথা বলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *