উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর, কবে পরীক্ষা? রয়েছে শর্ত!

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর, কবে পরীক্ষা? রয়েছে শর্ত!

কলকাতা: সিবিএসই বোর্ডের দেখানো পথে এবার খুব সম্ভবত হাঁটতে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ অবশেষে উচ্চমাধ্যমিকের বাকি স্থগিত থাকা ৩ দিনের পরীক্ষার দিন ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী পরীক্ষাসূচি ঘোষণা করলেও কোন দিনে কোন পরীক্ষা নেওয়া হবে, তা সরকারি ভাবে ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷

সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবিত দু’টি নির্ঘণ্টখতিয়ে দেখার পর শিক্ষা দফতরের তরফে চূড়ান্ত  অনুমোদন দেওয়া হয়েছে৷ আগামী ২৯ জুন, ২ ও ৬ জুলাই স্থগিত হয়ে যাওয়া ৩ দিনের ১৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে৷ তবে, থাকবে গুচ্ছ বিধিনিষেধ৷

ইতিমধ্যেই সিবিএসই’র তরফে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করা দেওয়া হয়েছে৷ এবার সিবিএসই দেখানো পথেই কার্যত পরীক্ষা বিধি আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ উচ্চমাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে৷ পরীক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার আনতে হবে৷ একটি বেঞ্চ অন্তর একটি বেঞ্চে পরীক্ষার্থীদের বসানো হবে৷ যাতে পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় থাকে৷  এই মুহূর্তে উচ্চমাধ্যমিকে ৩ দিনের পরীক্ষা বাকি রয়েছে৷ ১৪টি বিষয়ে এখনও পরীক্ষা নেওয়া যায়নি৷ সেই সমস্ত পরীক্ষা নেওয়ার সময় পরীক্ষা কেন্দ্রগুলি যাতে আরও বাড়ানো যায়, শারীরিক দূরত্ব বজায় রাখা বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতররের তরফে৷ দু’একদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে৷

এদিন সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা লক্ষ্য করে দেখছি, যে যে পরীক্ষাগুলি হওয়ার কথা, অ্যাডিশনাল সাবজেক্ট-সহ তা হচ্ছে, ফিজিকস, নিউট্রেশন, এডুকেশন এবং একাউন্টান্সি৷ এর মোট ছাত্র সংখ্যা দু’লক্ষ ৭ হাজার৷ আরও একটা পরীক্ষা বাকি ছিল কেমিস্ট্রি, ইকোনমিক্স, সংস্কৃত, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং অন্যান্য ভাষা৷ বাকি আছে এরপর স্ট্যাটিসটিকস, কস্টিং এবং ট্যাক্সেশন, জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট৷ আমরা ঠিক করেছি যেহেতু ছাত্র সংখ্যা কম দিয়ে শুরু করব৷ প্রথমে দু’লক্ষ ৬০ হাজার পড়ুয়াদের জন্য প্রথমে পরীক্ষা নেওয়া হবে৷ এই তারিখ হচ্ছে ২৯ জুন, তারপর যে দু’টো পরীক্ষা হবে, ২ জুলাই এবং ৬ জুলাই৷ এটা একটা সম্ভাব্য সূচি৷ উচ্চ শিক্ষা সংসদকে এটা অনুমোদন আমরা দিয়ে দিলাম৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *