চাকরি কোথায়? ব্রিগেড সমাবেশে প্রশ্ন মমতার

আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত না হলেও আজ, শনিবার ব্রিগেড সমাবেশ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখে দিলই বলে মত পর্যবেক্ষক মহলের৷ এদিন ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷বাদ যাননি মমতাও৷

চাকরি কোথায়? ব্রিগেড সমাবেশে প্রশ্ন মমতার

আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত না হলেও আজ, শনিবার ব্রিগেড সমাবেশ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখে দিলই বলে মত পর্যবেক্ষক মহলের৷ এদিন ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷বাদ যাননি মমতাও৷

শনিবার সভা শেষে বলতে গিয়ে প্রথমেই থেকেই মোদি বিরোধিতায় সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মসংস্থান ইস্যু তুলে মমতা বলেন, ‘‘বছরে দু’কোটি চাকরি দেবেন বলেছিল মোদি৷ কিন্তু, কোথায় গেল চাকরি? চাকরিই নেই, আবার সংরক্ষণ৷ ভাঁওতা দিয়ে কী লাভ?’’ তবে, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুললেও আগামী দিনে দেশে কর্মসংস্থানের কী দিশা হবে, তা স্পষ্ট করেননি মমতা৷

মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘‘আজ, ব্যাংকে ধস, আরবিআইয়ে ধস, সিবিআইয়ে ধস৷ আর বিজেপি বস৷ মোদির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে৷’’ এদিন দেশের সমস্ত দলগুলিকে নিয়ে জোট বেঁধে সরকার গঠনেরও ডাক দেন৷ নতুন করে মনে করিয়ে দেন, যে যেখানে শক্তিশালী, সেই দল সেখানে লড়বেন৷ বলেল, ‘‘আচ্ছে দিন আচ্ছে করে আর লাভ নেই৷ অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন৷’’ বলেন, ‘‘মোদি, আপনি অনেক সুযোগ পেয়েছেন৷ আপনি সুযোগ মিস করে গিয়েছেন৷ দেশের মানুুষ আর আপনাকে সুযোগ দেনে না৷’’ বলেন, ‘‘বিজেপির শেষের শুরু হয়েছে৷ আগামী দিনে নতুন সরকার আসবে৷ নতুন সরকার গঠন হলে আমরা আবার এখানেই সভা করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =