নয়াদিল্লি: বিভিন্ন বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই, স্কুল খোলা নিয়ে পড়ুয়াদের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে৷ স্কুল খোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও৷ এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, স্কুল-কলেজ খোলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র৷ কিন্তু মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে সাফ জানানো হয়, এখনও স্কুল-কলেজ এবং দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আপাতত বন্ধই থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷
করোনা সংক্রমণ রুখতে গত ২৪ মার্চ থেকে সারা দেশে জারি রয়েছে লকডাউন৷ দু’মাস ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজও৷ কিন্তু সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছিল, প্রতিটি রাজ্যে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এর পরেই আসরে নেমে এই বিষয়টি স্পষ্ট করেন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র৷ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ট্যুইট করে তিনি জানান, ‘‘এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রক৷ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তই কার্যকর রয়েছে৷’’
গত ২৪ মার্চ প্রথম ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর পর আরও তিনবার বেড়েছে লকডাউনের মেয়াদ৷ আগামী ৩১ মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন৷ এই পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি৷ ডিজিটাল প্ল্যাটফর্মেই চলছে পঠনপাঠন৷
এর আগে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ককেও স্কুল খোলার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল৷ সেই সময় তিনি জানিয়েছিলেন বিষয়টি আলোচনার স্তরে রয়েছে৷ কিন্তু গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে সাফ জানিয়ে দেয়, এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ অন্যদিকে, সিবিএসসি বোর্ডের বাকি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে৷ যে সকল পড়ুয়া পরীক্ষা দিতে আসতে পারবে না, তাদের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে বলে জানানো হয়েছে৷