টাকায় করোনা? নোট জীবাণুমুক্ত করার যন্ত্র আবিষ্কার পড়ুয়ার

টাকায় করোনা? নোট জীবাণুমুক্ত করার যন্ত্র আবিষ্কার পড়ুয়ার

কলকাতা: পিচবোর্ডের ছোটখাটো বাক্সটিকে দূর থেকে দেখে বোঝার উপায় নেই, এটি কতখানি কার্যকরী৷ দেখে মনে হবে এটি একটি অনুদান বাক্স৷ আসলে এটি হল অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক যন্ত্র৷ এর মধ্যে টাকা বা পয়সা ফেললে, তা বেরিয়ে আসবে জীবাণুমুক্ত হয়ে৷ শুনতে অবাক লাগলেও, এমনই এক যন্ত্র আবিষ্কার করেছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর ইসিই-র পড়ুয়ারা৷

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসচেতনতা নিয়ে তৎপর মানুষ৷ সকলকে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে৷ বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে৷ বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে করোনা সংক্রমণ ছড়াতে পারে৷ টাকা বা পয়সা হল অন্যতম একটি মাধ্যম৷ করোনার ছোঁয়াচ এড়াতে জেআইএসইসি-র পড়ুয়ারা বানিয়ে ফেলল এই দুর্দান্ত মেশিন৷ জীবাণুনাশক করার জন্য এই মেশিনের মধ্যে নোট ইনসার্ট করতে হবে৷ অনেকটা এটিএম মেশিনে কার্ড ঢোকানোর মতন৷ নোট মেশিনের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় জীবাণুমুক্ত করার প্রক্রিয়া৷

জেআইএসইসি-র পড়ুয়ারা জানাচ্ছে, বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)-র মতে, ৭০ থেকে ৭৫ শতাংশ ইথাইল অ্যালকোহল কোভিড-১৯ জীবাণু নষ্ট জন্য যথেষ্ট৷ ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল কোভিড-১৯ এর বাহ্যিক লিপিডলেয়ার নষ্ট করতে সক্ষম৷ এই প্রোটোটাইপটি অ্যালকোহল এবং ইউভি রশ্মির জীবাণুনাশক ক্ষমতার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে৷ নোট জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে ভেপার পদ্ধতি৷ টাকা ইনসার্ট করার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে এই ভেপার৷ ফলে নোট ভেজার কোনও সম্ভাবনা থাকে না৷ 

কয়েনের জন্যও রয়েছে আলাদা একটি কমপার্টমেন্ট৷ এক এক করে কয়েন এর মধ্যে ফেলতে হবে৷ এই কমপার্টমেন্টে রয়েছে তরল অ্যালকোহল৷ নির্দিষ্ট বোতাম প্রেস করলেই জীবাণুমুক্ত হয়ে বেরিয়ে আসবে কয়েন৷  এটি প্রোটেবল হওয়ায় বহন করতেও সহজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =