আরও বাড়ল কলেজ বন্ধের মেয়াদ, পিছিয়ে যাবে ভর্তি প্রক্রিয়া

আরও বাড়ল কলেজ বন্ধের মেয়াদ, পিছিয়ে যাবে ভর্তি প্রক্রিয়া

কলকাতা: স্কুলের পর এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়৷ আনলক-১ পর্বে রাজ্যে বাড়ল সরকারি, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকার মেয়াদ৷

রাজ্য শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে কেলজ ও বিশ্ববিদ্যালয়৷ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাদান বন্ধ থাকলেও সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক অফিসগুলি খোলা যাবে৷ একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হয়েছে, পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দ্রুত দফতরকে জানাতে হবে৷ সেই সিদ্ধান্ত খতিয়ে দেখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে৷

আগামী ৩০ জুন পর্যন্ত সব বন্ধ থাকা মানে ফাইনাল বর্ষের পরীক্ষা ও তারপর প্রথম বর্ষের ভর্তি সহ একাধিক প্রক্রিয়া পিছিয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ কেননা, এখনও উচ্চ মাধ্যমিকের ১৩টি বিষয়ে পরীক্ষা বাকি৷ ইতিমধ্যেই স্থগিত থাকা পরীক্ষার সূচি ঘোষণা হয়েছে৷ ফলে, স্থগিত পরীক্ষা শেষের পর কবে ফল প্রকাশ করে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =