কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে এবার উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক পরীক্ষা সূচি ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা ৩ দিনের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে৷ একই সঙ্গে শিক্ষক ও পরীক্ষার্থীদের জন্য ১৫ দফা জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
আজ বিকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ২ জুলাই নেওয়া হবে এডুকেশন, নিউট্রেশন, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টান্সির পরীক্ষা৷ এরপর ৬ জুলাই নেওয়া হবে সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, আরবি-ফারসি-ফ্রেঞ্চ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন৷ ৮ জুলাই নেওয়া হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা৷
আজ দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার পর সরকারি হবে নির্ঘণ্ট প্রকাশ করেছে সংসদ৷ পরীক্ষায় ব্যবহার করা যাবে আগে ইস্যু করা এডমিট কার্ড ব্যবহার৷
করোনা সতর্কতা হিসাবে পরীক্ষক ও পরীক্ষার্থীদের জন্য বেশকিছু স্বাস্থ্যবিধি নির্দিষ্ট করেছে সংসদ৷ ১৫ দফা জরুরি নির্দেশিকাও প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ বিস্তারিত দেখুন পরবর্তী প্রতিবেদনে৷