কলকাতা: গড়িয়াহাট মোড়ে অগ্নিকাণ্ডের জেরে কাঠগড়ায় হকাররা৷ এবার তাঁদের ওই অংশে বসার উপর নিয়ন্ত্রণ করতে পারে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা৷ রাস্তায় হকারদের স্থায়ী ভাবে বসা নিয়ে যে পুরসভার আপত্তি আছে, রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি জানিয়েছেন, হকারদের স্থায়ী ভাবে বসতে দেওয়া হবে না। চাকা গাড়ি বা ট্রলি ব্যবহার করতে হবে। পুলিশের কাছে রিপোর্ট চেয়েছি। দমকলের কেন সমস্যা হয়েছে, তাও জানতে চেয়েছি।